পুরুলিয়া ১: aim ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশন হোস্টেলের শুভ উদ্বোধন করলেন পুরানো আশ্রম রোডে সভাধিপতি উপস্থিত এডিএম জেনারেল
পুরুলিয়া এ আই এম ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর প্রশিক্ষক অনুপ মাহাতোর নেতৃত্বে এদিন দুপুরে পুরনো আশ্রম রোডে উদ্বোধন করা হলো এআইএম ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশনের হোস্টেল ।আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ,অতিরিক্ত জেলাশাসক সাধারণ আদিত্য বিক্রম মোহন হিরানি ছাড়া অন্যান্য বিশিষ্টজনেরা।