লংথরাই ভ্যালি: উত্তর লংতরাই লড়াই কারবারিপাড়ায় বিজেপি ছেড়ে তিপ্রা মথায় ১৫ ভোটার,
আসন্ন লোকসভা নির্বাচনের আগে ধলাই জেলা তিপ্রা মথা দলের সংগঠন আরও শক্তিশালী হচ্ছে। আজ সকালে ধলাই জেলার উত্তর লংতরাই লড়াই কারবারিপাড়ায় আয়োজিত একটি উঠানসভায় বিজেপি ছেড়ে তিপ্রা মথা দলে যোগ দিলেন চার পরিবারের ১৫ জন ভোটার। এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দা মিতুন মিয়ার বাসভবনে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন ৫নং কেন্দ্রের এমডিসি হংসকুমার ত্রিপুরা।