নারায়ণগড়: রানীসরাইগ্রাম পঞ্চায়েতে উদ্বোধন হলো ভ্রাম্যমান চিকিৎসা যান, উপস্থিত বিধায়ক
রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ভ্রাম্যমান চিকিৎসা যান চালু করা হয়েছে মানুষের সুবিধার জন্য। সেই মতো পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের রানিসরাই গ্রাম পঞ্চায়েতে বুধবার ভ্রাম্যমান চিকিৎসা যান উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, ব্লক স্বাস্থ্য আধিকারিক আশীষ মন্ডল , সুকুমার জানা,মিহির চন্দ সহ অন্যান্যরা।