গোসাবা: কুমিরমারীর মাঝের পাড়ায় চুরি করার অভিযোগে ধৃত দুই চোরকে কোর্টে পেশ করলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক
দক্ষিণ ২৪ পরগনার গোসবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের মাঝেরপাড়ায় গত ১২ ই অক্টোবর পবিত্র গায়েন নামে এক ব্যক্তির বাড়িতে চুরি করার অভিযোগে দিব্যেন্দু গায়েন ও তিমির গায়েন নামে দুই চোরকে বুধবার ভোর রাতে মাঝেরপাড়া থেকে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।ধৃতদের বুধবার বিকালে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ধৃত ২ চোরকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বুধবার দিন রাত আটটা নাগাদ