হেমতাবাদ: হেমতাবাদ থানা কালীবাড়ির কালী পুজো উদ্বোধন
সোমবার রাতে ঘটা করে উদ্বোধন করাহল হেমতাবাদ থানা কালীবাড়ির কালী পুজোর। শতাব্দী প্রাচীন এই কালী পুজোর উদ্বোধন করেন হেমতাবাদ থানার আই সি সুজিত লামা সহ জেলা পুলিশের আধিকারিক রা। রাতভর এই পুজো মন্ডপে এলাকার বাসিন্দাদের ভিড় লক্ষকরা যায়।