বকেয়া পিএফের টাকা দ্রুত দেওয়া ও শ্রমিকদের পিএফের কেটে নেওয়া টাকা জমা দেওয়ার দাবিতে বুধবার বিকেল চারটা নাগাদ নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চাবাগানে কাজ শেষ করে গেট মিটিং করল তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়ন।শ্রমিকদের অভিযোগ এই চাবাগানে পিএফের দশ কোটি টাকা বাকি হয়ে রয়েছে। শ্রমিকদের পিএফের টাকা কেটে নিলেও সেই টাকা জমা দেয়নি চাবাগান কতৃপক্ষ। এরফলে যারা অবসর নিয়েছে তারা তারা কেউই পিএফের টাকা পায়নি।অনেকে মারা গিয়েছে তার পরিবারের লোকেরাও পিএফের টাকা পায়নি।