মেখলিগঞ্জ: আগামী ২৯ নভেম্বর চ্যাংড়াবান্ধায় আসবেন শুভেন্দু অধিকারী, তার পরিবর্তন সংকল্প র্যালি–কে ঘিরে জোর প্রস্তুতি চলছে
আগামী ২৯ নভেম্বর চ্যাংড়াবান্ধায় আসবেন শুভেন্দু অধিকারী। তার পরিবর্তন সংকল্প র্যালি–কে ঘিরে জোর প্রস্তুতি চলছে। এই কর্মসূচিকে সফল করতে শনিবার বিকেলে মেখলিগঞ্জ বিজেপির দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিভাগের কনভেনার ও জলপাইগুড়ি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বাপি গোস্বামী, জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়, জলপাইগুড়ি জেলার প্রাক্তন সহ-সভাপতি তপন রায় সহ অনেকেই।