পুরুলিয়া ১: দুর্গাপূজার গাইড ম্যাপ উদ্বোধন ও হলো বেলগুমা পুলিশ লাইনের কনফারেন্স হলে
দুর্গা পূজার গাইড ম্যাপ উদ্বোধন করলেন এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ বেলগুমা পুলিশ লাইনের কনফারেন্স হল থেকে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এছাড়াও অন্যান্য এলাকার গাইড ম্যাপও উদ্বোধন করা হয়। এছাড়াও কি কি বিধি নিষেধ থাকবে বিশেষ করে ডিজে সাউন্ড এর উপদ্রব চলবে না এ বিষয়েও বিস্তারিত জানান পুলিশ সুপার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা।