ভগবানপুর ১: SIR সংক্রান্ত বিষয়ে ভোটারদের সহযোগিতা করতে বিভীষণপুর প্রাত্যহিক বাজারে আজ হেল্প ডেক্স খুলল তৃণমূল,উপস্থিত সভাপতি
পূর্ব মেদিনীপুর জেলার ভাগবানপুর-১ব্লকের বিভীষনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভীষণপুর প্রাত্যহিক বাজারে অঞ্চল SIR HelpDesk ক্যাম্প খোলা হয়েছে। জানা গেছে এই ক্যাম্প থেকে BLO প্রদত্ত এনুমারেশান ফর্ম গুলি পূরণে সহযোগিতা করবে দলীয় কর্মীরা। আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ভগবানপুর১পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা ,ভগবানপুর ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সৌরভ কান্তি বেরা,বিভীষণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসে