ভাঙড় ২: ভাঙ্গড়ে ‘আই লাভ মোহাম্মদ'ব্যানার ঘিরে চাঞ্চল্য!পুলিশের সঙ্গে সাধারণ মানুষের উত্তেজনা,প্রতিক্রিয়া তৃণমূল নেতা সাবিরুলের
সোমবার সকালে উত্তর কাশিপুর থানার অন্তর্গত এলাকায় আই লাভ মুহাম্মদ ব্যানার প্রতিবাদে নামেন সাধারণ মানুষ তাদের অভিযোগ রাতে পুলিশ এসে গ্রামবাসীদের লাগানো ব্যানার খুলতে বাধ্য করে আর তা নিয়ে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ। সন্ধ্যা ৭ টা নাগাদ ভাঙ্গরের তৃণমূল নেতা সাবিরুল ইসলাম বলেন ইচ্ছা করেই সাম্প্রদায়িক কোলাহলের সৃষ্টি করছে,আসল ঘটনা অন্য, শোনাবো সরাসরি তার মুখ থেকেই ।