ভাতার: ভাতারের আলিনগরে জামিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের ২০২৫ সালের ব্লক কমিটি গঠন হলো
ভাতারের আলিনগরে জামিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের ২০২৫ সালের ব্লক কমিটি গঠন হলো।এই কর্মসূচি চলল বৃহস্পতিবার চারটে ত্রিশ মিনিট পর্যন্ত । পূর্ব বর্ধমান জেলার ভাতারের আলিনগর মাদ্রাসায় জমিয়তে ওলামায়ে হিন্দের ব্লক কমিটি গঠন হলো আজ অর্থাৎ বৃহস্পতিবার। প্রতি তিন বছর অন্তর সংগঠনের নতুন সদস্য সংগ্রহের কর্মসূচি চলে তারপরই ব্লক কমিটি গঠন হয়। ভাতার ব্লকে নতুন সদস্য সংগ্রহ শেষ হয়েছে এরপর ব্লক কমিটি গঠন হলো।