উদয়পুর: বাগমা বিধানসভা অন্তর্গত কিল্লা ব্লকে সমস্ত B C কনভেনার এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট দের নিয়ে আলোচনা সভা
Udaipur, Gomati | Sep 16, 2025 বাগমা বিধানসভা অন্তর্গত কিল্লা ব্লকে সমস্ত B C কনভেনার এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট দের নিয়ে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কিল্লা ব্লক কনফারেন্স হলে। এ সভাতে উপস্থিত ছিল বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাম পদ জমাতিয়া, কিল্লা বাচ্চা চেয়ারম্যান বাগান হরি মলসম।