মালদা থেকে সুন্দরবন বেড়াতে এসে ব্যাগ হারিয়ে ফেলেছিলেন নিতাই পান্ডে নামে এক পর্যটক। গত বৃহস্পতিবারের ঘটনা। চারিদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে গত শুক্রবার গোসাবা থানার দ্বারস্থ হন তিনি। বন্ধুকে সাথে নিয়ে গোসাবা থানায় একটি ডাইরিও করেন। বিষয়টি জানতে পেরে ওসি গোসাবা ত্রিদিব কুমার মল্লিক দ্রুত পদক্ষেপ করেন। পাখিরালয় এলাকার সমস্ত লঞ্চ ও ভুটভুটি সহ আশপাশের হোটেলগুলিতে এ বিষয়ে সতর্ক করা হয়। অবশেষে রবিবার সন্ধ্যায় খোঁজ মেলে হারিয়ে যাওয়া ব্যাগটির।