মেমারি ১: ধর্মের ঊর্ধ্বে মানবতা, মেমারিতে হিন্দুর দেহ সৎকার কার্যে এগিয়ে এলো মুসলিম যুবকের দল
মেইনস্ট্রিম মিডিয়াতে রাজনৈতিক নেতাদের মুখ দিয়ে হিন্দু-মুসলিম নিয়ে বিদ্বেষের ভাষণ আজকাল অনেক শুনেছেন। আসুন না রবীন্দ্র-নজরুলের সম্প্রীতির বাংলায় আবার হিন্দু-মুসলিমের সুগন্ধ ছড়িয়ে দেওয়ার মত একটি খবর শুনি।