বসিরহাট ১: সাকচুড়া খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা অনুষ্ঠিত হলো বিশ্ব নবী দিবস, উপস্থিত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য্
বসিরহাটের মহিলা পরিচালিত মাদ্রাসা খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা। এই মাদ্রাসায় প্রতিবছর দুই দিনব্যাপী বিশ্ব নবী দিবস অনুষ্ঠিত হয়। আজ সোমবার শেষ দিন শেষ দিনের ইসলামিক ধর্ম সভায় উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল, ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ওলামা হযরতগণ সহ বিশিষ্টজনের। হাজার হাজার মানুষ এই ধর্ম সভায় উপস্থিত হন।