পুরুলিয়া ১: এক ব্যক্তির বাড়িতে ঢুকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল চন্দনকেয়ারী এর একজন যুবকের বিরুদ্ধে
গত ১২ তারিখ রাত্রে টামনা থানার অন্তর্গত পাড়রামা গ্রামে এক বেক্তি প্রেম চাঁদ মাহাতো নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় প্রেমচাঁদ মাহাতো।তরীহরি তাকে দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ততক্ষণে ঘাতক সচিন রজক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে টামনা থানার পুলিশ বলে যানা গেছে এদিন সন্ধ্যা সাতটার সময়।।