গোসাবা: গোসাবা পঞ্চায়েত সমিতি ও আমতলী GPর পক্ষ থেকে পুঁইজালিতে, ক্ষতিগ্রস্থ মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হলো শুক্রবার সকালে
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলী GPর পুঁইজালিতে গত বুধবার সকালে রায়মঙ্গল নদী বাঁধে ধস নেমে বাঁধ ভেঙে পুইজালি এলাকা সহ বেশ কয়েকটি গ্রামে নোনা জল ঢুকে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছিলেন,সেই সমস্ত পরিবারের মানুষজনের হাতে গোসাবা পঞ্চায়েত সমিতি ও আমতলী GPর পক্ষ থেকে ত্রাণ তুলে দেন গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধাব ও উপ প্রধান শুক্রবার সকালে।