শুরু হয়েছে SIR, দ্বিতীয় দিনে ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বলগোনা বাজারে ক্যাম্প করলেন। বুধবার ন'টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাম্পে সাধারণ মানুষকে SIR নিয়ে চিন্তা করবেন না বার্তা দিলেন তিনি। সারা রাজ্যের পাশাপাশি ভাতার ব্লকেও শুরু হল SIR ফর্ম বিলির কাজ। সরকারি BLO এই ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন। পাশাপাশি কিভাবে এই ফর্ম ফিলাপ করতে হবে সে বিষয়েও নানান পরামর্শ দেন আধিকারিকরা।