নারায়ণগড়: বেলদা তে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস এণ্ড সেকুলারিজম (CPDRS)এর জেলা সাধারণ সভা ও জেলা কমিটি গঠ
ধর্ম নিরপেক্ষতার আধারে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও সম্প্রসারিত করা এবং রাষ্ট্র কর্তৃক জনগণের অর্জিত গণতান্ত্রিক অধিকার হরণকারী আক্রমণ প্রতিরোধে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলছে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস এণ্ড সেকুলারিজম (CPDRS)। এরাজ্যে এবং সারা দেশ জুড়ে সেই আন্দোলন সংঘটিত হচ্ছে। আজ বেলদাতে অধিকার রক্ষার আন্দোলনকে সংহত ও শক্তিশালী করতে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সংগঠনিক জেলার বিশেষ সভা অনুষ্ঠিত হয়।