সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে মুর্শিদাবাদ জেলার ভরতপুর-১ নম্বর ব্লকের স্বর্ণহাটি গ্রামে 'পথশ্রী' প্রকল্পের অধীনে ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার এই রাস্তাটির ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করলেন বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম ও মুর্শিদাবাদ জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দ্রনাথ দে। বৃস্পতিবার বিকেলে নাগাদ জানা গিয়েছে, নবনির্মিত এই ঢালাই দৈর্ঘ্য প্রায় ১৪০০ মিটার।