ধর্মদা বাসস্ট্যান্ড থেকে বাজার ভায়া হয়ে ধর্মদা ব্রিজ পর্যন্ত পি এইচ ই জলপরিসেবার পাই বসানোর কাজ শুরু করে। এর জন্য ড্রেন কাটা হয় সেই ড্রেনের রাবিশ রাস্তার উপর রাখায়, রাস্তা জ্যাম হয়ে যায়। যার ফলে সাধারণ মানুষের চলাফেরা এবং যানবাহন চলাফেরার অসুবিধার সম্মুখীন হতে হয় বলে সূত্র মাধ্যমে জানা যায়।