মন্তেশ্বর: কুলুট সবুজ সংঘের রক্তদান শিবির
বুধবার সকাল থেকে মন্তেশ্বরের কুলুটগ্রামে আয়োজিত হলো সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন সেখ। উপস্থিত ছিলো এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা যায় ৪৮ বছরের ঐতিহ্যশালী কুলুট সবুজ সংঘের ১০৭ জন সদস্য পরিবার যুক্ত আছে। রক্তদান শিবিরের পাশাপাশি বছরের বিভিন্ন অনুষ্ঠান করে থাকে এই ক্লাব। শুনবো কী বললেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও আয়োজকরা