চাঁচল ২: পুজোর আগে মহানন্দায় নৌ চলাচলে সচেতনতা অভিযান চাঁচল থানার পুলিশের
পুজোর মরসুমে দুর্ঘটনার কথা আঁচ করে মহানন্দায় নৌ চলাচলে এলাকাবাসী ও মাঝিদের সচেতন করল পুলিশ। চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর,জোতমনি,বাহারাদ সহ বিভিন্ন খেয়াঘাটে গিয়ে মাইক নিয়ে সচেতন করে চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানাগিয়েছে, সরকারি নির্দেশিকা অনুযায়ী সূর্যের আলো ডুবলেই নৌ চলাচল বন্ধ রাখতে হবে মাঝিদের। জরুরি প্রয়োজন পড়লেই প্রশাসনকে জানিয়ে রাতে নৌকা চালানোর আহ্বান করা হয়েছে।