বারাসত ২ ব্লকের শাসন এলাকায় আই এস এফ দলের ফ্লাগ টাঙানো ও ছিঁড়ে ফেলে দেওয়া কে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূলের শক্ত ঘাঁটি শাসনে আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলে থানা ঘেরাও খোদ তৃণমূলের, অশান্তি এড়াতে আইএসএফ নেতা কর্মীদের থানার ভিতরেই আটকে রাখলেন পুলিশ।শাসন এলাকায় আইএসএফের দলীয় ঝান্ডা টাঙানো,দুষ্কৃতীরা সেই ঝাণ্ডা ছিড়ে ফেলে দেয় আর তাতেই উত্তেজনা ছড়ায়।আইএসএফের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের অভিযোগ তুলে শাসন থানা ঘেরাও করল তৃণমূল কংগ্রেস। বারাসাত ২ ব্লক