বৃহস্পতিবার সন্ধ্যায় দশ মিনিটের ব্যবধানে ১৮ নং জাতীয় সড়কের বড় উরমা ও কেন্দাডি গ্রামের মধ্যবর্তী এলাকায় একই জায়গায় দুটি ভয়াবহ পথ দুর্ঘটনা।দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। এছাড়া এক সিভিক ভলেন্টিয়ার্স সহ মোট পাঁচ জন গুরুতর জখম রয়েছে।দুর্ঘটনার তদন্তে বলরামপুর থানার পুলিশ।