ভাতার: ভাতারের বলগোনাই রাস্তার পাশে ঢালাই এর কাজ নিয়ে উঠল প্রশ্ন,
ঢালাই ভেঙ্গে পুনরায় ঢালাই এর কাজ শুরু করলো ঠিকেদার সংস্থা
ভাতারের বলগোনাই রাস্তার পাশে ঢালাই এর কাজ নিয়ে উঠল প্রশ্ন । ঢালাই ভেঙ্গে পুনরায় ঢালাই এর কাজ শুরু করলো ঠিকেদার সংস্থা। মঙ্গলবার ছটার সময় জানালেন গ্রামবাসী। ভাতারের বলগোনাই তৈরি হচ্ছিল রাস্তা, নতুন রাস্তার দুই পাশে ১ ফুট ঢালাই করার কথা ছিল। গ্রামবাসীদের অভিযোগ ৬ ইঞ্চি ঢালাই হচ্ছিল না। বিষয়টি প্রশাসনকে জানাতেই আজ অর্থাৎ মঙ্গলবার সেই ঢালাই ভেঙ্গে নতুন করে ঢালাই এর কাজ শুরু করল ঠিকাদার সংস্থা খুশি গ্রামবাসী।