হাড়োয়া: দামোদর সেবা মাস উপলক্ষে সেজে উঠেছে হাড়োয়া ইসকন মঠ
দামোদর সেবা মাস উপলক্ষে সেজে উঠেছে হাড়োয়া ব্লকের হাড়োয়া ইসকন মঠ। দামোদর সেবা মাস উপলক্ষে প্রতিদিন বিভিন্ন গ্ৰাম পরিক্রমা, নগর কীর্তন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে ইসকন মঠের উদ্যোগে। রবিবার সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত মঠে অনুষ্ঠিত হয় কীর্তন পরে উপস্থিত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। দামোদর সেবা মাস সম্পাত্তি হবে আগামী বুধবার ৫ নভেম্বর।