কালনা ২: আরবেলিয়া এলাকায় স্ত্রী মারা যাওয়ার পর থেকে মানসিক অবসাদ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বৃদ্ধ
কালনা থানার অন্তর্গত কালনা দু'নম্বর ব্লকের আনুখাল পঞ্চায়েতের আরবেলিয়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ। মৃত ওই বৃদ্ধের নাম অনিল ঘোষাল তার বাড়ি আরবেলিয়া এলাকায়। স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগবেন। গতকাল দুপুরে বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। আজ কালনা হসপিটালে বুধবার দুপুর আড়াইটা নাগাদ মৃতদেহ ময়না তদন্ত সম্পন্ন হয়। মানসিক আবসাদে এই ঘটনা বলে এদিন জানিয়েছেন ছেলে অসীম ঘোষাল।