সিউড়ি ১: রক্তদাতা নবীদুলের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন কুখুডিহি গ্রামে
Suri 1, Birbhum | Sep 22, 2025 সোমবার দিন সিউড়ি থানার অন্তর্গত কুকুরটিহি গ্রামে জাগৃতি যুব সংঘ ও তার বন্ধু শুভাকাঙ্খীদের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদাতা নবীদুলের স্মৃতির উদ্দেশ্যে। এদিন সেই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।