এগরা ১: রাতের অন্ধকারে আর অপরাধ নয়,নন্দকুমারে বড় পদক্ষেপ পুলিশের,গঠন করা হল গ্রাম রক্ষী বাহিনী
অপরাধ কমাতে রাতের অন্ধকারে পাহারা দিতে পুলিশের উদ্যোগে দ্বন্দ করে গঠন করা হলো গ্রাম রক্ষী বাহিনী |নন্দকুমারের ঠেকুয়া ব্যবস্থা হাট করকসহ মোট ত্রিশটি দোকান বাজার ও গ্রাম কমিটি মিলে প্রায় 200 জনের বেশি আরজি ভলেন্টিয়ার্স করা হয় জেলা পুলিশ সুপারী ভট্টাচার্য নিজের হাতে তুলে দেন টুপি পরিচয় পত্র বাঁশি লাঠি ও বড় টর্চ লাইট পুলিশের অভিনব পদক্ষেপ হিসেবে মেদিনীপুর জেলার প্রথম উদ্যোগ |