আজ দুপুর ১২:৩০ টা নাগাদ সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বাগডাঙা–ছিনামোড় অঞ্চলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ঢালাই রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠিত হল। বকুলতলা থেকে শকুন্তলা আশ্রম হয়ে সমবায় অফিস পর্যন্ত এবং গোমতিয়া তেমাথা থেকে জি বি ডব্লিউ ইটভাটা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয়।