দেগঙ্গা: বসনা পলাশ প্রীয় সংঘের প্রতিমা নিরঞ্জন হল স্থানীয় একটি পুকুরে
দেগঙ্গা ব্লকের নূরনগর পঞ্চায়েতের বসনা পলাশ প্রীয় সংঘের দূর্গা পূজা এবছর ১০ বছরে পদার্পণ করল। শুক্রবার প্রতিমা নিরঞ্জন উপলক্ষে সন্ধ্যা সাতটা থেকে চলল দূর্গা প্রতিমা বরণ, সিঁদুর খেলার মাতলেন পাড়ার মহিলারা। প্রতিমা নিরঞ্জন হয় পূজা মন্ডপের পাশে পুকুরে। দূর্গা মা কি জয়, আসছে বছর আবার হবে,মা তুমি আবার এসো ধ্বনিতে মুখরিত হয় পূজা মন্ডপ চত্বর।