বসিরহাট ১: বসিরহাটে পুরোহিত ও ইমামদের একই মঞ্চে সংবর্ধনা দেয়া হলো
বুধবার বিকাল চারটা নাগাদ বসিরহাট টাউন হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো ।*বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফ আমিনিয়ে স্মৃতি সংগঠন এর উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়*আজ বসিরহাট টাউনহলে পুরোহিত ও ইমামদের সংবর্ধনা দেওয়া হল । উত্তরীয় ও পুস্পস্তবক দিয়ে তাদের সংবর্ধিত করা হলো । পুরোহিত ও ইমাম ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিভিন্ন গুণীজন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, কাউন্সিলর ও বিভিন্ন এলাকার প্রধানরা । এই অনুষ্ঠানে সর্ব ধর্মের মানুষ অংশগ্রহণ করে ।