ঝাড়গ্রাম: লারেধীতে উদ্ধার হল বিরল প্রজাতির হলুদ কচ্ছপ, হইচই পড়ল গ্রামে
দিনের পর দিন হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির জীবজন্তু এমনই অভিযোগ তুলছে পরিবেশপ্রেমী থেকে শুরু করে পশুপ্রেমীরা। কিন্তু এক বিরল চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের লারেধী গ্রামে। বৃহস্পতিবার বিকেলে লারেধী গ্রামের এক গৃহস্থের বাড়িতে হঠাৎ করে ঢুকে পড়ে একটি বিরল প্রজাতির হলুদ রঙের কচ্ছপ। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় এলাকায়। এলাকার বাসিন্দা শংকর মান্ডি বলেন,'হলুদ রঙের কচ্ছপ আগে কখনো এই এলাকায় দেখা যায়নি'।