লংথরাই ভ্যালি: বিজেপি ছেড়ে তিপ্রা মথায় যোগ দিলেন ১১ জন ভোটার
আজ সকালে ধলাই জেলার ছাওমনু তিন কিলো এলাকায় তিপ্রা মথা দলের উদ্যোগে এক উঠান সভার আয়োজন করা হয়। এই সভায় তিপ্রা মথার প্রতি আস্থা রেখে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্যাগ করে ১১ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন। তারা মোট চারটি পরিবারের সদস্য।