হাড়োয়া: পূর্ব খাড়ুপালা প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হল আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প ও দশম পর্যায়ের দুয়ারে সরকার শিবির
হাড়োয়া ব্লকের বকজুড়ি পঞ্চায়েতের পূর্ব খাড়ুপালা প্রাইমারি স্কুলে বুধবার সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত অনুষ্ঠিত হল আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প এবং দশম পর্যায়ের দুয়ারে সরকার শিবির। শিবিরে উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা ,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ জমাদার সহ প্রশাসনিক একাধিক কর্তাব্যক্তিরা।