বেথুয়াডহরি পূর্ব জগদানন্দপুর টেকপাড়া সুকান্ত স্মৃতি ক্লাবের পাশে দিলীপ কুমার রায়ের বাড়ি থেকে একটি বিষধর বেতাচরা সাপ উদ্ধার করলেন বেথুয়াডহরী বনদফতরের রেসকিউয়ার দীপঙ্কর চক্রবর্তী। ঘরের ভেতর সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে খবর দেন বেথুয়াডহরী বনদপ্তরে। বনদপ্তর খবর দেয় দীপঙ্কর চক্রবর্তীকে। দীপঙ্কর সেখানে পৌঁছে গিয়ে সাপটিকেটিকে উদ্ধার করে নিয়ে আসেন। বনদপ্তর এর হাতে সাপটিকে তুলে দেওয়া হয়।