গোসাবা ব্লকের কুমিরমারী GPর মাঝের পাড়ায় ৬৩০ ফুট কংক্রিটের রাস্তার কাজের সূচনা করলেন কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবনী মন্ডল রবিবার দুপুরে,উপস্থিত ছিলেন কুমিরমারী GPর ১২৫ নং বুথের তৃণমূলের বুথ সভাপতি দীপঙ্কর মন্ডল,এই বুথের সভানেত্রী একাদশী মন্ডল উপ প্রধান দেবাশীষ মন্দল, এলাকার জন প্রতিনিধিরা।কুমিরমারী GPর মাঝের পাড়ায় সুভাষ মন্ডলের বাড়ি থেকে গৌর মন্ডলের বাড়ি পর্যন্ত ৩৮৭ ফুট কংক্রিটের রাস্তার কাজের সূচনা করা হয়