সারেঙ্গা: 100 দিনের কাজ চালু করা সহ একাধিক দাবিতে সারেঙ্গায় বিক্ষোভ মিছিল ও BDO-কে ডেপুটেশন দিল বাম কৃষক সংগঠন
অবিলম্বে একশো দিনের কাজ চালু ও সরকারি প্রকল্প আবাস যোজনার স্বচ্ছতা ও বেহাল রাস্তার দ্রুত মেরামত ও বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে আজ সারেঙ্গা বিডিও কে একটি ডেপুটেশন সারক লিপি জমা করলো বাম পন্থী কৃষক সংঘটনের।এইদিন সংঘটনের পক্ষ থেকে সিপিআইএম দলীয় কার্যালয় থেকে সারেঙ্গা বিডিও অফিস চত্বর পর্যন্ত একটি মিছিল করা হয়।