দেগঙ্গা: দেগঙ্গার লেবুতলা বাজারে এক যুবকের মোবাইল ফোন নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতি
বাজার করতে গিয়ে এক যুবকের মোবাইল ফোন নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। রবিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের লেবুতলা বাজারে। ঘটনাটি দুদিন আগের হলেও মঙ্গলবার বেলা ১১.৩০ টা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাব্বির আলী নামে এক যুবক। সাব্বির বলেন রবিবার সকালে ১১ টা নাগাদ লেবুতলা বাজারে এসেছিলাম বাজার করতে। মোবাইলটা হাতেই ছিল। আচমকা এক দুষ্কৃতি এসে হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।