ফলতা: মল্লিকপুর এলাকায় দুর্ঘটনা গ্রস্ত লরির চালককে গ্রেফতার করে ফলতা থানার পুলিশ।
গতকাল ফলতা থানা অন্তর্গত মল্লিকপুর এলাকায় বাইক এবং লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক চালকের আর এই ঘটনাকে কেন্দ্র করে এক লরি চালককে গ্রেপ্তার করে গ্রেফতার করে ফলতা থানার পুলিশ অভিযুক্ত ওই লরির চালককে ডায়মন্ডহারবার মহাকুমার আদালতে পেশ করে ফলতা থানার পুলিশ মঙ্গলবার দুপুরে।