হেমতাবাদ: হেমতাবাদের নাবালিকা অপহরণে অভিযোগে গ্রেপ্তার জলপাইগুড়ির যুবক, উদ্ধার নাবালিকা
হেমতাবাদের ইসলামপুর এলাকার এক নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে অপহরণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত যুবকের নাম অভিজিৎ সিংহ রায় ২০, বাড়ি জলপাইগুড়ির কতুয়ালি এলাকায়। বৃহস্পতিবার ধৃত যুবককে আদালতে পেশ করে পুলিশ।