পূর্বস্থলী ২: বিশ্বকর্মা পুজোয় বাবার সাথে দোকানে না যেতে পারায় অভিমানে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণীর এক কিশোর, নন্দীপাড়ার ঘটনায় শোকের ছায়া
পূর্বস্থলী পূর্ব ব্লকের কালেখাতলা নন্দীপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। বাবা-মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল বছর বারোর এক কিশোর। মৃতের নাম অংশু দাস (১২), সে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিশ্বকর্মা পূজার দিনে বাবার দোকান পরিষ্কারে সাহায্য করেছিল অংশু। পরে দোকানে পূজোর সময় বাবা বাইকে অন্য আত্মীয়দের নিয়ে গেলেও তাকে নিয়ে যাননি। মায়ের সাথেও না গিয়ে সে বাড়িতেই ছিল।