গোপীবল্লভপুর ১: বনাধিকার আইন ২০০৬ ও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গ্রামসভা নিয়ে ছাতিনাশোলে বিশেষ শিবিরে উপস্থিত হাইকোর্টের আইনজীবী
বনাধিকার আইন ২০০৬ এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গ্রাম সভা ও গ্রাম সংসদ এর বিশেষ বিস্তারিত ধারণা তৈরি করতে গোপীবল্লভপুরের ছাতিনাশোলে হল বিশেষ শিবির। আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর আহ্বানে হয় এই সভা। উপস্থিত ছিলেন হাইকোর্টের আইনজীবী শান্তনু চক্রবর্তী।তিনি বনাধিকার আইন ২০০৬ সম্পর্কে আলোকপাত করেন। সঙ্গে জঙ্গলের উপর আদিবাসী সম্প্রদায়ের অধিকার সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল