কুলতলি: কুলতলীর কিশোরী মোহনপুরের পর পাথরপ্রতিমা বাঘের আতঙ্ক পাতা হয়েছে খাঁচা দেয়া হয়েছে টোপ
কুলতলির কিশোরী মোহনপুরে বেশ কয়েকদিন বাঘের আতঙ্ক ছিল,অবশেষে কুলতলীতে বাঘের আতঙ্ক কাটার পর পাথরপ্রতিমা আবার শুরু হয়েছে বাঘের আতঙ্ক। বনদপ্তরের কর্মীরা জঙ্গলের মধ্যে পেতেছে, বাঘ বন্দী করার জন্য খাঁচা। দেওয়া হয়েছে ছাগলের টোপ । আপনারা সেই চিত্র দেখছেন আমাদের প্রতিনিধির ক্যামেরা থেকে।