রামপুরহাট ১: রামপুরহাট শহরে দিনে দুপুরে, নিজেদের পুলিশ অফিসার পরিচয় দিয়ে হাত সাফায়ের ভিডিও ভাইরাল
বীরভূমের রামপুরহাট শহরে দিনে দুপুরে, নিজেদের পুলিশ অফিসার পরিচয় দিয়ে হাত সাফায় করে লুট করছে সোনার অলংকার। সেই ঘটনার মুহূর্তের ছবি শনিবার সমাজ মাধ্যমে ভাইরাল হলো।জানাযায় ২৮ শে নভেম্বর শুক্রবার দুপুর ৩ টে ৪৫ নাগাদ রামপুরহাট শহরের সব থেকে ব্যস্ততম রাস্তা, দেশবন্ধু রোডের স্বর্ণকার পট্টির গলির সামনে এক লটারি বিক্রেতার সঙ্গে এই ছিনতাই এর ঘটনাটি ঘটে।