গোসাবা: পুঁইজালিতে,নদী বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে সাহায্য তুলে দেওয়া হলো প্রয়াত প্রাক্তন বিধায়কের পুত্রের সহযোগিতায়
গোসাবার প্রয়াত প্রাক্তন বিধায়ক জয়ন্ত নস্করের পুত্রের সহযোগিতায় পুঁইজালিতে রায়মঙ্গল নদী বাঁধ ভেঙে প্লাবিত ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হলো রবিবার । গোসাবার আমতলী GPর পুঁইজালিতে গত বুধবার রায়মঙ্গল নদী বাঁধে ধস নেমে প্লাবিত হয়েছিলো পুইজালি সহ বেশ কয়েকটি গ্রাম।ক্ষতিগ্রস্থ হয় এলাকার কয়েকশত পরিবার।সেই ক্ষতিগ্রস্থ পরিবারের কথা ভেবে প্রয়াত প্রাক্তন গোসাবার বিধায়কের দেখানো পথকে অনুসরণ করে তাঁর পুত্র ব্যাপাদিত্য নস্করের সহযোগিতায় ত্রাণ তুলে দেওয়া হয়