নামখানা: নামখানা মৎস্য বন্দর থেকে চুরি হচ্ছে মৎস্য ট্রলার থেকে তেল ও মাছ দুশ্চিন্তায় মৎস্যজীবী মালিক সংগঠন
নামখানা মৎস্য বন্দরে প্রতিদিন চুরি হচ্ছে ট্রলারের তেল ও মাছ দুশ্চিন্তায় ঘুম উড়েছে মৎস্যজীবী মালিক সংগঠন। তা নিয়ে মৎস্যজীবী মালিক সংগঠনের পক্ষ থেকে প্রতিক্রিয়া দিলেন।