করবুক: করবুক মহকুমা একলব্য মডেলের Residential ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন করা হয়, উপস্থিত মন্ত্রী, বিধায়ক
Karbuk, Gomati | Sep 18, 2025 করবুক মহকুমা একলব্য মডেলের Residential ইংলিশ মিডিয়াম স্কুলের আজ উদ্বোধন করা হয়। মোট ছাত্র-ছাত্রী সংখ্যা 480 জন, ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত। উদ্বোধন উপস্থিত ছিলেন বিকাশ দেববর্মা আদিবাসী কল্যাণ মন্ত্রী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 43 করবুক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ কে. শশীকুমার, আইএফএস।