হাড়োয়া: সম্পাত্ত হল ঐতিহ্যবাহী কামারগাতি বনবিবি মেলা
যাত্রাপালার মধ্যে দিয়ে বুধবার রাত এগারোটা নাগাদ সম্পাত্ত হল পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত ঐতিহ্যবাহী হাড়োয়া ব্লকের কামারগাতি বনবিবি মেলা।একটা সময় যখন এই অঞ্চল বনাঞ্চলে পরিপূর্ণ ছিল সেই সময় এই অঞ্চলের মানুষ মা বনবিবি'র পুজো দিয়ে বনে কাঠ,মধু সংগ্রহ করতে যেতেন,সেই থেকই মহা ধুমধামে অনুষ্ঠিত হয়ে থাকে মেলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই মেলায়।পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই কামারগাতি বনবিবি মেলা